বিশ্বে একদিনে (২৪ ঘন্টায়) করোনায় সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন রোগী শনাক্ত হয়েছে। সোমবার বেলা ১১ টায় করোনা সংক্রমণের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, বিশ্বে মোট করোনায় আক্রান্ত ১ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৭১৯ জন রোগী।
প্রাণহানি ৫ লাখ ৭১ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়েছেন ৭৫ লাখ ৮৮ হাজার ১২৫ জন।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সাড়ে ৬৫ হাজার শনাক্ত। কেবল ফ্লোরিডাতেই নতুন আক্রান্ত ১৫ হাজার। দেশটিতে মোট আক্রান্ত ৩৩ লাখ ১ হাজার, প্রাণহানি ১ লাখ ৩৫ হাজার।
ভারতে একদিনে ২৮ হাজার ৬শ চিহ্নিতের পর দেশটিতে আক্রান্ত সাড়ে ৮ লাখ। এদিকে, অমিতাভ ও অভিষেকের পর, অভিনেত্রী ঐশ্বরিয়া এবং তার ৮ বছরের কন্যা আরাধ্যও করোনায় আক্রান্ত।
দক্ষিণ আফ্রিকায় একদিনে ১৩ হাজার, রাশিয়ায় ৬ হাজার ৬শ, মেক্সিকোতে ৬ হাজার, আর্জেন্টিনায় আড়াই হাজার, জার্মানিতে ২৪৮, ইতালিতে ১শ৮৮, দক্ষিণ কোরিয়ায় ৪৪, চীনে ৭ এবং লেবাননে শতাধিক শনাক্ত।
ব্রাজিলে আরও ৬৩১ জনের মৃত্যুর পর প্রাণহানি ৭২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ১৮ লাখ। তবে ভাইরাস নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে জর্ডান। আর নভেম্বরে মানবদেহে ভ্যাকসিন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড।