খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
মোট শনাক্ত ১ কোটি ৫৬ লাখের বেশি

বিশ্বে একদিনে রেকর্ড করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে একদিনে রেকর্ড করোনা শনাক্ত হয়েছে। একদিনে বিশ্বে দুই লাখ ৮০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত হয়েছে এক কোটি ৫৬ লাখের বেশি। ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছে ৭ হাজার ১২১জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৩৬ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে মৃতের সংখ্যা। একদিনে দেশটিতে মারা গেছে ১২শ’রও বেশি। দেশটিতে মোট মৃতের সংখ্যা প্রায় দেড় লাখ। একদিনে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া ও টেক্সাস অঙ্গরাজ্যেই শনাক্ত হয়েছে ৩০ হাজারের বেশি। দেশটিতে মোট শনাক্ত ৪১ লাখ ৭০ হাজারের বেশি।

এদিকে ভারত প্রতিদিনই শনাক্ত ও মৃতের সংখ্যায় আগে রেকর্ড ভাঙছে। একদিনে ভারতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৪৮ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ১২ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজারের বেশি।

শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলেও একদিনে রেকর্ড ৬৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে। এ নিয়ে ব্রাজিলে মোট শনাক্ত ২২ লাখ ৮৯ হাজারের বেশি। মোট মৃত্যু ৮৪ হাজারের বেশি।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!