তিন মাস পর, একদিনে করোনায় সাত হাজার মৃত্যু দেখলো বিশ্ববাসী। গত ২৪ ঘণ্টায় সাড়ে চার লাখ মানুষের দেহে মিলেছে ছোঁয়াচে ভাইরাসটি। ফলে বিশ্বজুড়ে কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৭২ হাজার। আক্রান্ত চার কোটি ৪২ লাখের বেশি মানুষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। হাজারের মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ৩২ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখ।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ প্রায় সাড়ে পাঁচশ’ মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৫৮ হাজার ছুঁইছুঁই।
এদিকে, এপ্রিলের পর প্রথম একদিনে পাঁচ শতাধিক মৃত্যু দেখেছে ফ্রান্স। মোট প্রাণহানি সাড়ে ৩৫ হাজার। পাঁচশ’র বেশি মৃত্যুতে ভারতে প্রাণহানি এক লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ৮০ লাখ।
একদিনে আড়াইশ’ থেকে সাড়ে চারশ’ করে মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা, যুক্তরাজ্য, ইরান, রাশিয়া, স্পেন। মেক্সিকোতে মৃতের সংখ্যা ৯০ হাজার ছুঁইছুঁই।
তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ৩ কোটি ২৪ লাখের বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১১ লাখ ৭১ হাজার ২৫৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৪ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৮২৯ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ১ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৩৪ জন চিকিৎসাধীন এবং ৭৯ হাজার ৮২৯ জন (১%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৩ কোটি ২৪ লাখ ৩৮ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
খুলনা গেজেট/এআইএন