গেল একদিনে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯ হাজার ৬শ’ ২২ জন। এ নিয়ে বিশ্বব্যাপী করোনকায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৭ লাখ ১২ হাজার ৮৪৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া একদিনে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ আড়াই হাজারের বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ১২ কোটি ২৮ লাখ ৮০ হাজার ৫০৩ জন। আর করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৯ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৫৭০ জন।
এদিকে, শুক্রবার নিজ নিজ দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স। প্রথম ডোজ নেয়ার পর নিজেদের সুস্থ দাবি করে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তারা।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোর আশ্বাসের পর শুক্রবার থেকে পুনরায় অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ শুরু করেছে ইতালি।
অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য দেশগুলোর প্রতি আবারো আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে, নিজেদের দেশে ব্যবহার না করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪০ লাখ টিকা কানাডা ও মেক্সিকোকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, সংক্রমণ বাড়তে থাকার পরও অর্থনীতি পুনরুদ্ধারে আগামী সপ্তাহ থেকে করোনার বিধি নিষেধ পর্যায়ক্রমে তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রিস।
খুলনা গেজেট/ টি আই