করোনাভাইরাসে সারাবিশ্বে ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৮ লাখ ৭৮ হাজার ছাড়ালো। শনাক্ত ২ কোটি ৭৬ লাখের বেশি মানুষ।
দিনের সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ভারত। দেশটিতে প্রাণহানি এক হাজার ছাড়িয়েছে। ফলে ভারতে মোট মৃতের সংখ্যা প্রায় ৭০ হাজার। এক হাজারের কাছাকাছি মৃত্যুতে দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৯২ হাজারের বেশি। অন্যদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নতুন করে সাড়ে ৮00 মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। অপরদিকে, মেক্সিকোয় প্রাণহানি ৬৬ হাজার ছাড়িয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৮ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৪৬২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৪১২ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯২ হাজার ১১১ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৩ লাখ ৮৯ হাজার ৫৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৯১ হাজার ৮০১ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৫৮৪ জন।
খুলনা গেজেট/এআইএন