খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বিশ্বসেরা গবেষকদের তালিকায় খুকৃবির ৫১

নিজস্ব প্রতিবেদক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫১ জন গবেষক। গত ৩০ জুন প্রকাশিত হয়েছে ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৩’ এর রিপোর্ট। এ বছর বিশ্বের ২১৮ টি দেশের ২১ হাজার ৯৯৪ প্রতিষ্ঠানকে ১০টি অঞ্চলে বিভক্ত করে মোট ১১টি বিষয়ের উপর ১৩ লাখ ৫২ হাজার ২৮১ জন গবেষকের নাম প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, যে প্রফেসর মুরাট অ্যালপার এবং প্রফেসর শিহান ডগারের তত্বাবধানে গুগল স্কলার প্রোফাইলের সকল গবেষণাপত্রের এইচ-ইনডেক্স, আই-টেন ইনডেক্স এবং সাইটেশনের উপর পর্যালোচনা করে ২০২১ সাল থেকে এ রিপোর্ট প্রকাশিত হয়ে আসছে। চলতি বছরে বাংলাদেশের ১৯৬ টি প্রতিষ্ঠান থেকে মোট ৯ হাজার ২৬৮ জন বিজ্ঞানীর নাম স্থান পেয়েছে রিপোর্টটিতে।

এর মধ্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে সর্বোচ্চ ১৮ জন, ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিকেল সাইন্সেস অনুষদের ১৭ জন, ফিশারিজ এন্ড ওশান সাইন্স অনুষদ থেকে ৭ জন, এগ্রিকালচারাল ইকোনমিকস এন্ড এগ্রিবিজনেস স্টাডিজ অনুষদের ৫ জন এবং এগ্রিকালচারাল ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ থেকে ৪ জন-মোট ৫১ জন শিক্ষকের নাম স্থান পেয়েছে রিপোর্টে।

যারা সবাই একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক মানের গবেষণা ও পাঠদানের মাধ্যমে নিরলস কাজ করে যাচ্ছে। নতুন প্রতিষ্ঠিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে নিয়ে যাচ্ছে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম দিকে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!