খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

বিশ্বসেরা কর্লসেনকে হারানো গ্র্যান্ডমাস্টারকে রুখলেন ফাহাদ

ক্রীড়া প্রতিবেদক

দুবাইয়ে পুলিশ গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। প্রথম রাউন্ডে টুর্নামেন্টে শীর্ষ বাছাই সুপার গ্র্যান্ডমাস্টার ইউয়ি ইয়ানগির সাথে ড্র করেন। ২৭২৮ রেটিং ধারী চীনের সুপার গ্র্যান্ডমাস্টারকে রুখে দেয়ার পর ফাহাদ দ্বিতীয় রাউন্ডে ড্র করেছেন আরেক গ্র্যান্ডমাস্টারকে।

গতকাল দুবাইয়ে রাতে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে ফাহাদ মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার নিয়োম্যান হ্যানসের মোকাবেলা করেন। ২৬৮৮ রেটিংধারী গ্র্যান্ডমাস্টারকে কালো ঘুটি নিয়ে রুখে দিয়েছেন বাংলাদেশের ২৪৩১ রেটিংধারী দাবাড়ু। উচ্চ রেটিংধারী গ্র্যান্ডমাস্টার নিয়োম্যান দাবা অঙ্গনে বিশেষভাবে আলোচিত হয়েছিলেন বিশ্বের সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে। সেরা দাবাড়ুকে হারানো নিয়োম্যানের সঙ্গে বাংলাদেশের দাবাড়ুর পয়েন্ট আদায় করে নেয়া অত্যন্ত বড় কৃতিত্ব।

২০২২ সালে মাত্র ১৯ বছর বয়সে এক টুর্নামেন্টে নিয়োম্যান কার্লসেনকে হারিয়ে সারা বিশ্বে চমক সৃষ্টি করেছিলেন। এরপর ঘটনা ছিল আরো বেশি আলোচিত। কার্লসেন নিয়োম্যানের উপর প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন। ১৯ বছর বয়সী নিয়োম্যানও কম যাননি। ভিত্তিহীন মন্তবব্যের জন্য নিয়োম্যান কার্লসেনকে ১০০ মিলিয়ন ডলার মানহানির মামলা করেন। পরবর্তীতে অবশ্য দুই জনের মধ্যেই সম্পর্ক স্বাভাবিক হয়।

আজ বাংলাদেশ সময় রাতে তৃতীয় রাউন্ডে ফাহাদ কাজাখস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার নুরমান আলোয়ার বিপক্ষে খেলবেন। উচু রেটিংধারী দুই গ্র্যান্ডমাস্টারকে রুখে দেয়া ফাহাদের এই রাউন্ডে জয় প্রত্যাশিত। দুই রাউন্ড শেষে ফাহাদের পারফরম্যান্স রেটিং ২৭০৫। নয় রাউন্ডের এই টুর্নামেন্ট থেকে ফাহাদ আরো ছয় পয়েন্ট পেলে আরেকটি জিএম নর্ম পেতে পারেন। আন্তর্জাতিক মাস্টার থেকে গ্র্যান্ডমাস্টার হতে তিনটি জিএম নর্ম ও ২৫০০ রেটিং পয়েন্ট প্রয়োজন। ফাহাদের বর্তমান রেটিং ২৪৩১। গত মাসে ভিয়েতনামে একটি জিএম নর্ম পেয়েছেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!