বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে চুরি করতে এসে আটক চোর! ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।আটককৃত ঐ ব্যক্তির নাম হাবিব।
জানা যায়, সোমবার রাত ১০টার দিকে শিক্ষকদের ডরমিটরি সংলগ্ন মসজিদের ইমামের অটোরিকশা চুরি করতে আসে। পরে নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে সেখান থেকে পালিয়ে ছাত্রী হলে চুরির চেষ্টা চালায়। এসময় নিরাপত্তাকর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং প্রক্টোরিয়াল বডিকে জানানো হলে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এসময়ে তার থেকে মাদকদ্রব্য পাওয়া যায়। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
উল্লেখ্য এর আগে গত ৩০ মে তাকে কেন্দ্রীয় মসজিদের এসি চুরির অপরাধে আটক করা হয়।
এ বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, চুরির বিষয়টি আমরা জানতে পেরেছি। পরে তাকে আটক করে আমরা পুলিশে সোপর্দ করেছি। আর চুরির প্রবণতা এড়াতে আমরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় আনসার সদস্য ও নিরাপত্তা কর্মীদের মোতায়েন করেছি।
খুলনা গেজেট/এসজেড