খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে নেতাকর্মীদের প্রতি তারেক রহমান

বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি অধ্যাপক মাছুদ, কোষাধ্যক্ষ লতিফ

গেজেট ডেস্ক 

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি মনোনীত হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। একইসঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফকে সংগঠনটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় পরিষদের সচিব (চলতি দায়িত্ব) মো. মোতাহার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয়ের এ ডিসেম্বর মাসে বিগত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার শুরুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৮১তম সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের গঠনতন্ত্রের বিধি অনুযায়ী আলোচনার মাধ্যমে আগামী এক বছরের জন্য কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে সভাপতি এবং শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বিদায়ী সভাপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানসহ দেশের ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় নতুন এ বাংলাদেশের উচ্চ শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের বিষয়ে খোলামেলা আলোচনা ও মতামত দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যরা। এসময় উপাচার্যরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিরাজমান সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং সে আলোকে সমস্যাগুলো সমাধানের জন্য মতামত তুলে ধরেন।

এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতাসহ সব শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতাসহ সব শহীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যদের পরিচয়পর্ব সম্পন্ন হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!