চলতি মাসে হীরার ব্যাপক দরপতন ঘটেছে। গত বছরের একই সময়ের চেয়ে যা ৩৫ শতাংশ কম। আগামীতে মহামূল্যবান ধাতুটির দাম আরও কমতে পারে। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের বরাত দিয়ে টাইমস নাউয়ের এক প্রতিবেদনে এ আভাস পাওয়া গেছে।
এতে বলা হয়, ভারতের বাজারে হীরার নাটকীয় মূল্য হ্রাস পেয়েছে। অনেক ক্যাটাগরির হীরা ২০০৪ সালের দরে পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক মার্কেটে দামি ধাতুটির দামে ধস নেমেছে। যে কারণে এ নিম্নমুখিতা তৈরি হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মতো প্রধান অর্থনীতিতে মন্দা বিরাজ করছে। পাশাপাশি ল্যাব-উৎপাদিত হীরার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ফলে পালিশ করা হীরার দাম দ্রুত হ্রাস পেয়েছে।
বিশ্বে হীরা শিল্পে পাওয়ারহাউস (পরাশক্তি) ভারত। বিশ্বের অধিকাংশ ধাতুটি এখানেই কাটা ও পালিশ করা হয়। দেশটিতে ব্যাপক মজুত রয়েছে। সার্বিক প্রেক্ষাপটে দাম কমেছে।
এ সুবিধা দুই হাত ভরে লুফে নিচ্ছেন ভারতীয় ক্রেতারা। বিশ্ববাজার থেকে কম দরে হীরা কিনছেন তারা। পরে বেশ লাভে তা বিক্রি করছেন।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভঙ্কর সেন ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, হীরার বৈশ্বিক মূল্য ব্যাপক কমেছে। এতে সদ্য সমাপ্ত বিজয়া দশমী বা দশেরার সময় বিক্রি ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক বাজারে গত ৩ মাসে অপরিশোধিত হীরার দাম উল্লেখযোগ্য হারে কমেছে। পাশাপাশি বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রে চাহিদা দুর্বল হয়েছে। ফলে আগামীতে দামি ধাতুটির আরও দরপতন ঘটতে পারে।
খুলনা গেজেট/এনএম