বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি দুই হাজার ৫১৪ ডলারে নেমে এসেছে। এর আগে ২০ আগস্ট বুলিয়েন স্বর্ণের দাম আউন্সপ্রতি দুই হাজার ৫৩১ ডলারে উঠেছিল।
তবে বিশ্লেষকেরা বলছেন, বাজারে স্বর্ণের দাম কিছুটা কমলেও স্বল্প মেয়াদে স্বর্ণের মূল্যবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাদের মতে, স্বল্প মেয়াদে স্বর্ণের দাম দুই হাজার ৫৩২ ডলারে উঠতে পারে। আর দীর্ঘ মেয়াদে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ৫৮৫ ডলার থেকে ২ হাজার ৫৯৫ ডলারে মধ্যে থাকতে পারে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, অনেকটা নিশ্চিত আগামী মাসে নীতি সুদহার কমছে। সিএমই ফেডওয়াচটুলের এক জরিপ থেকে জানা গেছে, ৬৭ শতাংশ মানুষ মনে করছেন, নীতি সুদহার ২৫ ভিত্তি পয়েন্ট কমানো হবে। অন্যদিকে ৩৩ শতাংশ মানুষ মনে করছে, নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট কমানো হবে। গত জুলাইয়ে চীনের স্বর্ণ আমদানি ১৭ শতাংশ বেড়েছে, চলতি বছরের মার্চের পর যা এই প্রথম বেড়েছে।
খুলনা গেজেট/ টিএ