খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বিশ্বজুড়ে করোনায় ১০ হাজারের বেশি মৃত্য, শনাক্ত সাড়ে ৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

সপ্তাহের ব্যবধানে আবারও করোনায় ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। একদিনে আরও সাড়ে ৫ লাখ মানুষের দেহে মিলেছে ছোঁয়াচে কোভিড নাইনটিন। ফলে মোট মৃত্যু ১৩ লাখ ৪৩ হাজার ছুঁইছুঁই এবং আক্রান্ত ৫ কোটি ৬০ লাখের মতো।

মহামারির দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু-সংক্রমণ, দু’ক্ষেত্রেই ভয়াবহতম সময়ে পা রেখেছে বিশ্ব। মঙ্গলবারও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ১৫শ’র মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৫৪ হাজারের বেশি। দেড় লাখের বেশি নতুন সংক্রমণে মোট আক্রান্ত ১ কোটি ১৭ লাখের মতো মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে। এপ্রিলের পর ফের ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ গেছে সাড়ে ৭শ’ মানুষের। মোট মৃত্যু সাড়ে ৪৬ হাজার; আক্রান্ত সাড়ে ১২ লাখ।

৬শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল, ফ্রান্স ও যুক্তরাজ্য। এদিন প্রাণহানি ৫শ’র নিচে ছিল ইরান, ভারত, রাশিয়া ও স্পেনে। আবারও দৈনিক মৃত্যু ৪শ’ ছুঁইছুঁই আর্জেন্টিনা, জার্মানি এবং পোল্যান্ডে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!