যুক্তরাষ্ট্রে দুই লাখ ছাড়িয়েছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। একদিনে আরও ৯৪৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। মোট সংক্রমণ ৭১ লাখের কাছাকাছি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে ৫ হাজার মানুষের প্রাণ গেছে কোভিড-১৯। মোট মৃত্যু ৯ লাখ ৭৪ হাজার পাঁচশ’র বেশি। আরও প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে সংক্রমণ। ২৪ ঘণ্টায় প্রাণহানি আর সংক্রমণে গেলো কয়েকদিনের মতোই শীর্ষে রয়েছে ভারত। আরও এক হাজার ৫৬ জনের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ৯০ হাজার ছাড়িয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮০ হাজার তিনশ’য়ের ওপর। ব্রাজিলে মঙ্গলবার আটশ’-এর বেশি মৃত্যু হয়েছে কোভিড-১৯। আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৫ হাজারের বেশি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় দফা ঢেউ আরো ভয়াবহ হবে কিনা, এমন প্রশ্ন যখন বিশ্বজুড়ে ঘুরছে, তখন করোনা থেকে সুস্থতার খবরটিও গুরুত্বপূর্ণ। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, আজ বুধবার পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭১৪ জন সুস্থ হয়ে উঠেছে। এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে তিন কোটি ১৭ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭৪ লাখ ৯ হাজার ৪১২ চিকিৎসাধীন এবং ৬২ হাজার ৯৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
খুলনা গেজেট/এআইএন