খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা আর্জেন্টিনা ও ব্রাজিলের

ক্রীড়া প্রতিবেদক

করোনা বিরতি শেষে আবারও শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব। ল্যাটিন আমেরিকার বাছাই পর্ব শুরু হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে। এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য দল ঘোষণা করেছে বিশ^ ফুটবলের দুই সেরা দল আর্জেন্টিনা ও ব্রাজিল।

অক্টোবরের ৮ তারিখ বলিভিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়ার লড়াই শুরু করবে ব্রাজিল। একই দিন মিশন করবে আর্জেন্টিনাও। ১৩ অক্ট্রো বলিভিয়ার বিপক্ষে লড়বে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা। আর একই পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবারের সূচিতে এ দুই ম্যাচই রয়েছে তাদের।

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো, জুয়ান মুসো, নিকোলাস ডমিনগুয়েজ, আগুস্টিন মার্কুসিন, লিওনেল মেসি, জুয়ান ফয়েথ, রেনজো সারাভিয়া, জার্মান পেজ্জেল্লা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, নিহুয়েন পেরেজ, ওয়ালটার কান্নেমান, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আক্যুনা, ফাকুন্দো মেডিনা, লেয়ান্দ্রো পেরেদেস, গুইডো রদ্রিগজ, রড্রিগো ডি পল, এক্সেকুয়েল পালাচিওস, পাওলো ডিবালা, লুকাস ওকাম্পোস, নিকোলাস গঞ্জালেজ, অ্যালেক্সিস ম্যাক, আলেজান্দ্রো গোমেজ, জোয়াকুইন কোরেয়া, লুকাস আলারিও, লাউতারো মার্টিনেজ, জিওভানি সিমেওন ও ক্রিস্টিয়ান পাবন।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল: গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), সান্তোস (ক্লাব অ্যাথলেটিকো) ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স তেলেস (পোর্তো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহুইস (পিএসজি), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ব্রুনো গিমারেজ (লিওন), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো), ফিলিপে কৌতিনিহো (বার্সেলোনা) ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল) এবং রিচার্লিসন (এভারটন)।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!