কাতার বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। তাই গুরুত্বপূর্ণ ফুটবলারদের নিয়ে ঝুঁকি নিতে চান না দলের হেড কোচ লিওনেল স্কালোনি। দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে স্কোয়াডের বাইরে রাখছেন আর্জেন্টাইন কোচ।
বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলোম্বিয়া ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে থাকছেন না মেসি। তাকে বিশ্রাম দিচ্ছেন কোচ স্কালোনি।
এর আগে মেসিকে আসন্ন ম্যাচের জন্য অ্যাপ্রোচ করেন কোচ। কয়েক দিন সময় নিয়ে কোচকে বিশ্রামের বিষয়টি জানিয়ে দেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের এ সুপারস্টার।
পিএসজির সঙ্গে থাকতে চান মেসি। ক্লাবের পরবর্তী ম্যাচে থাকতে চান এ আর্জেন্টাইন ফুটবলার।
২৮ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি যথাক্রমে চিলি ও কলোম্বিয়ার বিপক্ষে ম্যাচ আছে আকাশি-নীলদের। এই দুই ম্যাচে নতুন খেলোয়াড়দের যাচাই-বাছাই করে দেখবেন কোচ।
ইতোমধ্যে স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছেন স্কালোনি। সিরি আ’র দল ক্যাগিলারির স্ট্রাইকার জিওভানি সিমিওনেকে সুযোগ দিতে চলেছেন কোচ।
একই সঙ্গে ইতালির আরেক দল উদিনিজের দুই ফুটবলার মলিনা ও নেহুয়েন পেরেজকে দলে রাখছেন স্কালোনি।