পুরুষদের বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী রেফারি ম্যাচ পরিচালনা করতে নেমে ইতিহাস গড়লেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় জার্মানি এবং কোস্টারিকার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনার জন্য বাঁশি হাতে নেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। তার সঙ্গী বাকি সহকারীরা হলেন ব্রাজিলের নেউজা ইনেস ও মেক্সিকোর কারেন দিয়াজ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় দোহার আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ‘ই’ গ্রুপে জার্মানি ও কোস্টারিকার মধ্যেকার ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচেই জার্মানির ভাগ্য ঝুলে আছে। তাও নানা সমীকরণ সঙ্গে নিয়ে।
প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে ও দ্বিতীয় ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট নিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে কোস্টারিকার বিপক্ষে জয়ের বিকল্প কিছু নেই। স্পেন ও জার্মানি জিতলেই এই গ্রুপ থেকে তারা উঠে যাবে নকআউট পর্বে।
জার্মানি-কোস্টারিকার ম্যাচের বাঁশি বাজানোর আগে ৩৮ বছর বয়সী স্টেফানি ফ্রাপার্ট ইতিহাস গড়েছিলেন পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ বাছাই ও লিগ ওয়ান এর খেলা পরিচালনা করে। তবে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা হচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ঘটনা।