শাহরুখ-দীপিকার নতুন সিনেমা পাঠান মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। সিনেমাটির একটি আইটেম গান ‘বেশরম রং’ রিলিজ হয় কিছুদিন আগে। সেই থেকে শুরু হয় সমালোচনার ঝড়। তবে এইসব সমালোচনাকে থোড়াই কেয়ার করেন তারা।
পাঠান সিনেমার বেশরম রং গানটি রিলিজের পর থেকেই প্রশংসার সাগরে ভাসছে এটি। তবে প্রশংসার পাশাপাশি অশ্লীলতার অভিযোগও উঠেছে গানটির বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে এসব নিয়ে চলছে জোর সমালোচনা। অনেকে তো সিনেমাটি বয়কটের ডাকও দিয়েছেন।
এবার নতুন খবর, কাতারের অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে কাতার পৌঁছেছেন বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন।
১৭ ডিসেম্বর তিনি মুম্বাই বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়েন। এদিন খাকি রঙের একটি পোশাক পরে বিমানবন্দরে ধরা দেন তিনি। সেখানে আগত ফটোসাংবাদিকদের সাথে হাসিমুখেই কথা বলেন। গেরুয়া বিকিনির জন্য সমালোচনার মুখেপড়ার রেশমাত্র নেই এই নায়িকার মুখে।
এদিকে, বিশ্বকাপ ফাইনালে আজ আর্জেন্টিনা এবং ফ্রান্স মুখোমুখি হবে। দুই দেশের ভক্তরা রয়েছে উৎকণ্ঠায়। কার বুকের পায়ে যুক্ত হবে একটি তারা। সময়ই বলে দেবে।
অন্যদিকে, শাহরুখ খানও খেলাভক্ত। জানিয়েছেন, ওয়েনি রুনির সঙ্গে বসে আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা দেখবেন তিনি। তার কথায়, ‘মাঠে মেসি আর এমবাপ্পে, স্টুডিওতে ওয়েনি রুনি আর আমি। আমাদের সঙ্গে বাড়িতে বসে লাইভ দেখুন আপনারাও।’
খুলনা গেজেট/ এসজেড