খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ে পথে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্টেলিয়া 

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ে পথে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্টেলিয়া। ২০৯ রান তুলতে আর মাত্র ১৪ রান বাকী রয়েছে। ইতিমধ্যে ৫ উইকেট হারিয়ে ১৯৬ সংগ্রহ করেছে অস্টেলিয়া।

নতুন বলে মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডরা বাড়তি কোনো সুবিধা আদায় করতে পারেননি। সঙ্গত কারণেই পাওয়ার প্লেতে স্পিন আক্রমণে যান প্যাট কামিন্স। তাতেও সাফল্য ধরা দেয়নি। উদ্বোধনী জুটি ভাঙতে অজিদের অপেক্ষা করতে হয়েছে ২২তম ওভার পর্যন্ত। ততক্ষণে শতরান পেরিয়ে যায় শ্রীলঙ্কা। এমন শুরুর পর ধস নামে লঙ্কান ব্যাটিং লাইনআপে। শেষের ৫১ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে তারা। সোমবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৪৩.৩ ওভারে ২০৯ রান তুলে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেছেন কুশল পেরেরা। অজিদের হয়ে ৪৭ রানে ৪ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা।

আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই লঙ্কান ওপেনার কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। দুজনই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। এই জুটির ভয়-ডরহীন ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে পাত্তাই পাননি মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডরা। ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলে লঙ্কানরা।

২২তম ওভারে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন প্যাট কামিন্স। তার আগেই অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন নিশাঙ্কা। ৫৮ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। কামিন্সের বলে ওয়ার্নারের হাতে ধরা পড়ার আগে এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৬১ রান।

এরপর কুশল পেরেরাকেও ফিরিয়েছেন কামিন্স। ব্যক্তিগত ফিফটি করে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন এই ওপেনার। তবে ৭৮ রানে কাটা পড়েছেন। ২৭তম ওভারে কামিন্সের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি।

তিনে নেমে সুবিধা করতে পারেননি কুশল মেন্ডিস। ইনফর্ম এই ব্যাটার সাজঘরে ফিরেছেন দ্রুতই। ২৮তম ওভারের শেষ বলে অ্যাডাম জাম্পাকে স্লগ সুইপ করতে গিয়ে বল তুলে দেন আকাশে। খানিকটা দৌড়ে এসে ডিপ মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ডেভিড ওয়ার্নার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৯ রান।

মেন্ডিসের পথেই হেঁটেছেন সাদিরা সামারাবিক্রমাও। এই ব্যাটারকেও ফিরিয়েছেন জাম্পা। ৩০তম ওভারের প্রথম বলটি স্টাম্পের ওপর করেছিলেন জাম্পা। টার্ন করেনি, সোজা প্যাডে আঘাত হানে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন ব্যাটার, কিন্তু লাভ হয়নি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ৮ রান।

৩৩তম ওভারের খেলা চলাকালে বৃষ্টি হানা দেয়। তাতে মিনিট বিশেক বন্ধ ছিল খেলা। এরপর আবারও খেলা শুরু হলে দ্বিতীয় বলেই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ধানাঞ্জয়াকে বোল্ড করেছেন স্টার্ক। এরপর লোয়ার মিডল অর্ডারে কেউ দাঁড়াতেই পারেননি। দুনিথ ভেল্লালেগে-চামিকা করুণারত্নেরা দ্রুত ফিরলে বেশিক্ষণ টিকেনি লঙ্কানদের ইনিংস। ৪৪তম ওভারে ২০৯ রান তুলে অলআউট হয়েছে তারা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!