বিশ্বকাপ ক্রিকেটে ভালো সম্ভাবনা থাকার পরেও ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। এতদিন পরেও বিশ্বকাপে ব্যর্থতার আক্ষেপ পোড়াচ্ছে দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ ব্যর্থ হলেও ওই বিশ্বকাপে দারুন পারফর্ম করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। মোসাদ্দেকের মতে সাকিব ভাইকে ঠিকভাবে সমর্থন করতে পারলেই বাংলাদেশ বিশ^কাপে আরও ভালো করতে পারতো। একটি লাইভ অনুষ্ঠানে মোসাদ্দেক বৃহস্পতিবার এসব কথা বলেন।
বিশ^কাপে যে তিন ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে, ঐ তিন ম্যাচেরও জয়ের নায়ক, স্বার্থক রুপকার সাকিব। বাকিরা কেউ সেভাবে সাপোর্ট দিতে না পারায় শেষপর্যন্ত সাকিবের অতি মানবীয় পারফরমেন্সের পরও বাংলাদেশ আগের ধারার ব্যতিক্রম ঘটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারেনি। বিশ্বকাপ শেষ করতে হয়েছে ৮ নম্বরে থেকে।
মোসাদ্দেক সৈকতের ব্যাখ্যা, দলের বাকি সদস্যরা সাকিবকে সাপোর্ট দিতে পারেননি। তার পাশে সহায়ক শক্তি হয়ে দেখা দিতে ব্যর্থ হয়েছেন, ‘আসলে আমি মনে করি দল হিসেবে আমরা সাকিব ভাইকে সাপোর্ট দিতে পারিনি। যারা একাদশে ছিলেন, খেলেছেন তারা তো বটেই, এমনকি যারা খেলেননি তারাও না। হয়তো তাদেরও সাকিব ভাইকে সাপোর্ট করা উচিৎ ছিল। দলের অপর সদস্যদের কাজই ছিল তাকে সহায়তা করা। সেটা মুশফিক ভাই-তামিম ভাইও হতে পারতেন। তারাও যদি সাকিব ভাইয়ের ভূমিকায় থাকতেন, তাহলে বাকিদের কাজ ছিল তাকে ব্যাকআপ করা। কিন্তু সত্যি বলতে, আমরা সেটা করতে পারিনি।’
সাকিবের প্রতি সহানুভুতির সুরে মোসাদ্দেক শেষ করেন এভাবে, ‘সাকিব ভাইয়ের জন্য খারাপ লাগে এই ভেবে যে, তার নজরকাড়া পারফরমেন্স আমাদের যথাযথ সহায়তার অভাবে সেভাবে কাজে লাগেনি। আমার মনে হয় সবাই আরও ঠিকমত সাপোর্ট দিতে পারলে সাকিব ভাইয়ের ফিলিংসটাও অন্যরকম হতো। তারও অনেক বেশি ভাল লাগত।
খুলনা গেজেট/এএমআর