খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

বিশ্বকাপে চ্যাম্পিয়ন-রানার আপ দল যত টাকা পাবে

ক্রীড়া প্রতিবেদক

আগামী মাসের ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসরকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ প্রাইজমানি ঘোষণা করেছে। ১৬ দল নিয়ে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের সর্বমোট প্রাইজমানি ৫৬ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় ৫৬ কোটি ৫ লাখ ২৬ হাজার টাকা। এক বিবৃততে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় ১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। রানার আপ দলের ঝুলিতে যাবে ৮ কোটি ৭৫ হাজার টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য থাকছে ৪ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৩৭ লাখ টাকা।

সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া বাকি ৮ দলের জন্যও থাকছে প্রাইজমানি। এই ৮ দলের প্রত্যেক দল ৭০ হাজার ডলার করে পাবে, যা বাংলাদেশীয় টাকায় ৭০ লাখ ৬ হাজার ৫৮০ টাকা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!