খুলনা, বাংলাদেশ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সীমান্ত হত্যা যে কোন মূল্যে বন্ধ করতে হবে : নাহিদ ইসলাম
  রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে বিস্ফোরণ : দগ্ধ যুবকের মৃত্যু

বিশেষ সম্মাননা পাচ্ছেন আমির খান

বিনোদন ডেস্ক

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’ দিয়ে আবারও দর্শকদের মন জয় করেছেন। এই সাফল্যের মাঝেই এলো আরও এক দারুণ খবর, বিশেষ সম্মাননা পেতে চলেছেন তিনি।

আগামী ১৪ থেকে ২৪ আগস্ট মেলবোর্নে অনুষ্ঠিত হবে ১৬তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন আমির খান। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই উৎসবে আমির তার বর্ণাঢ্য অভিনয় জীবনের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো নিয়ে একটি বিশেষ আলোচনায় অংশ নেবেন।

এছাড়াও ‘সিতারে জামিন পার’-এর একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর পর ছবির পরিচালক আরএস প্রসন্ন এবং আমির দর্শকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন।

এই সম্মাননা পেয়ে আমির খান নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আমির বলেন, ‘মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হতে পেরে আমি সত্যিই সম্মানিত ও আনন্দিত। এই উৎসব ভারতীয় চলচ্চিত্রের বৈচিত্র্য ও সমৃদ্ধিকে চমৎকারভাবে তুলে ধরে।’

‘দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলতে, আমার প্রিয় কিছু সিনেমা নিয়ে আলোচনা করতে এবং সিনেমার শক্তি উদযাপনকারী একটি কথোপকথনের অংশ হতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

তার কথায়, ‘সিতারে জামিন পারের মাধ্যমে আমরা একটি সংবেদনশীল ও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প বলার চেষ্টা করেছি। ছবিটি দর্শকদের এতটা ভালো লেগেছে জেনে আমি কৃতজ্ঞ। মেলবোর্নে সেই যাত্রার অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং এর গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরতে আমি আগ্রহী।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!