বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দু’জনের চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। প্রায় আড়াই মাস পর কয়েকটি দেশের চিকিৎসকদের সহযোগিতায় রোববার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের কর্নিয়া প্রতিস্থাপন সম্ভব হয়।
পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম সাংবাদিকদের বলেন, সেবা ফাউন্ডেশন, ইউএসএ, নেপাল থেকে অতি সংবেদনশীল কর্নিয়ার টিস্যু বাংলাদেশে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এর আগে সেবা ফাউন্ডেশন থেকে ৪০টি কর্নিয়া পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্দোলনে আহত দু’জনের চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীসহ অনেক সাধারণ মানুষ আহত হয়েছেন। তারা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।
এর আগে দু’জনের চোখের জন্য নেপাল থেকে বিনা ভাড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে সংবেদনশীল কর্নিয়ার টিস্যু বহন করা হয়। রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাঠমান্ডু থেকে বিজি ৩৭২ ফ্লাইটের মাধ্যমে ঢাকায় পরিবহনের পর ওই টিস্যু জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/এইচ