নেতাকর্মীদের মামলার মধ্যে রাখতে এবং বিরোধীদলকে নিশ্চিহ্ন করতেই পরিকল্পিতভাবে ভাস্কর্যবিরোধী ইস্যুতেও বিএনপিকে জড়ানো হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার যখন জনগণের সামনে আসতে পারে না, গণতন্ত্রকে ভয় পায়, সুষ্ঠু নির্বাচন করতে পারে না, তখনই এসব মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটে ক্ষমতায় টিকে থাকতে চায়। এটা অনেকটা গ্রাম্য মোড়লের মতো।’
বর্তমান সরকারকে স্বৈরসরকার আখ্যা দিয়ে তিনি বলেন, এ সরকারের সময় ঘনিয়ে আসছে। জনগণ এখন প্রস্তুত রয়েছে। আরও বড় ধরনের আন্দোলন করে এ সরকারের পতনের হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খুলনা গেজেট / এআর