দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর ঘোষণা দিয়ে মিডিয়া থেকে বিদায় নেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা এ্যানী খান। এ কারণে তখন তুমুল আলোচনায় ছিলেন তিনি।
মিডিয়ার কাজ ছাড়ার পর এ্যানী খান অনলাইনে পোশাকের ব্যবসা শুরু করেন। প্রথমদিকে কিছু সমস্যা থাকলেও পরবর্তীতে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানটি সফলতার মুখ দেখে। বর্তমানে তিনি অনলাইন এ ব্যবসার সঙ্গেই যুক্ত আছেন।
তবে হঠাৎ করেই আবার মিডিয়ার কাজে ফিরেছেন এ্যানী খান। তবে কাজটি গতানুগতিক নয়। টেলিভিশনের একটি ইসলামি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।
এটির নাম ‘ইসলামের মহীয়সী নারী’। মুফতি মাহমুদুল হাসান ও মুফতি শাঈখ মোহাম্মদ উসমান গনীর গ্রন্থনা এবং ইসমে আজমের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন এ্যানী খান। অনুষ্ঠানটি পুরো রোজার মাসে প্রতিদিন গ্লোবাল টিভিতে প্রচার হবে।
এ প্রসঙ্গে এ্যানী খান বলেন, ‘আমি মিডিয়ায় আর কখনই কাজ করব না। এটি একটি ইসলামিক অনুষ্ঠান। তাই কাজটি করছি। এ ধরনের কাজ করতেই এখন স্বাচ্ছন্দ্যবোধ করি। এ রকম কাজের প্রস্তাব পেলে করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার পরিকল্পনা অনুয়ায়ী বাকি জীবনটা কাটাতে পারি।’