খুলনা জেলার ডুমুরিয়ায় বিয়ের প্রলোভনে নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগে মোঃ আব্দুল্লাহ সরদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ডুমুরিয়া থানাধীন কাপালিডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন নারী উদ্যোক্তা। গ্রেপ্তারকৃত মোঃ আব্দুল্লাহ সরদারের সাথে গত ২ বছর ধরে তার প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের কারণে ভুক্তভোগী ওই নারী উদ্যোক্তার তার প্রবাসী স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায় এবং তার বাবার বাড়ী অবস্থান করতে থাকেন। গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ সরদার ওই নারীর শয়ন কক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণ করে বিবাহ করতে অস্বীকৃতি জানায়।
এই ঘটনায় ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।
খুলনা গেজেট/এনএম