হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ দশমিক ৪ কেজি সোনাসহ কাতার এয়ারওয়েজের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস। জব্দ করা সোনার বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে ঢাকা কাস্টমসের উপ কমিশনার মো. সানোয়ার কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাতার এয়ারওয়েজের কর্মচারী তাজুল ইসলামকে নজরদারিতে রাখা হয়েছিল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় কাস্টমসে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এসময় তার কাছে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ দশমিক ৪ কেজি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
মো. সানোয়ার কবীর আরও বলেন, তার বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টমস আইনে মামলার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এএ