খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা ও মারপিটের অভিযোগ খুলনা বিএনপির 

গে‌জেট ডেস্ক

খুলনায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি করে বাড়ী ফেরার পথে বিভিন্ন স্থানে জেলা বিএনপি’র তৃণমূল নেতকর্মীদের বাধা দেবার অভিযোগ উঠেছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর)  সন্ধ্যার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর এলাকায় বিএনপি নেতা মাসুম সরদারকে যুবলীগের চিহিৃত সন্ত্রাসী মহিদুলের নেতৃত্বে বেধড়ক মারপিট করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়াও বিভিন্ন স্থানে খুলনায় র‌্যালিতে অংশগ্রহন করতে আসা এবং কর্মসূচি শেষে ফেরার পথে নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল এক বিবৃতিতে অবিলম্বে এসব হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে খুলনায় স্মরণকালের সর্ববৃহৎ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিএনপি’র এ বিশাল জনসমুদ্র দেখে আওয়ামী নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে বিএনপি’র ঘরমুখো ক্লান্ত নেতাকর্মীদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রমাণ করে যে আওয়ামীলীগ রাজনৈতিক দল হিসেবে দেওলিয়া হয়ে গেছে। গত বছরের ২২ অক্টোবর খুলনায় বিভাগীয় গণসমাবেশে আসার পথে অতর্কিত সশস্ত্র হামলা চালিয়ে ফুলতলা বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো নির্মমভাবে হত্যা করেছিল আওয়ামী সন্ত্রাসীরা। খুন-গুম, হামলা-মামলা করে বিএনপিতে গেল ১৪ বছরে দমিয়ে রাখা যায়নি; গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগনের সরকার প্রতিষ্ঠার আগমুহুর্ত পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রাম থেকে দুরে রাখা যাবে না।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর ও জেলা শাখার সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও এসএম মনিরুল হাসান বাপ্পী । খবর বিজ্ঞপ্তির ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!