১.
বিস্মৃতির অতলে তলিয়ে যায় অনেক কিছু –
কালের পরিক্রমায় বিলুপ্ত হয় প্রাচীন আরবের
হবুতি সন ! আসে গণনার হিজরী সন ।
যুগের ও কালের বিবর্তনে বদলায় ভাষা, বাংলা
অভিধান, হরফ ও ছন্দের রূপরেখা-প্রবচন ।
বিস্মৃতির অতল গর্ভে হারিয়ে যায়, প্রাচীন
শিলালিপি, স্থাপত্য নির্মাণ-শৈলী, মুছে যায়
অনেক প্রাচীন সভ্যতার নিদর্শন । হারিয়ে যাচ্ছে ডাকবাক্সের
বহুল প্রচলন ।
জলবায়ুর পরিবর্তনে, বিশ্বে পরিবেশ দূষণ । উষ্ণ
তাপদাহ দাবানলে, পুড়ে জনপদ, মনোরম সবুজ
বনরাজি, নানা দেশের গাছপালা বনাঞ্চল ।
বিলুপ্ত হয় নানান প্রজাতির জীবজন্তু, পশুপাখি । বন্ধ
হয় যে নতুন প্রজনন ।
আধুনিক তথ্য-প্রযুক্তি বদলে দেয় প্রাচীন
জীবনধারা, সময়ের ব্যবধানে, বিবর্তিত হয়
ব্যতিব্যস্ত ও কায়িক শ্রমের সূচী, বিশ্রাম,
-রজনীর নিদ্রাঘুম এ যে আলোকিত মন ।
২.
কালের প্রবাহে বদলে যায়, ধান চাষের ফলন,
নতুন বীজের উদ্ভাবনী কৌশল, গবেষণা পদ্ধতি
-নিবিড় পর্যবেক্ষন ।
যুগের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রায়-
গ্রামগঞ্জের মানুষের পুঁথিপাঠ, গীতমালা, কবিগান
পালকি – সোয়ারীতে গ্রামের নববধূর নব
যাত্রা; প্রণয়-বন্ধন, স্বপ্নের ঐ গৃহাঙ্গন । মিলায় নতুন বাসনা
হারিয়ে যাচ্ছে বাড়ীর সাজানো উঠোনে ফুলঢালী –
সুন্দর আয়োজন, আমন্ত্রিত মেজবানের খানা, বিছায়ে দস্তরখানা
মাটির থালা বাসন, হাড়ি, পাতিল ব্যবহার নানা ।
হারিয়ে যাচ্ছে বাংলার অনেক লোকগাঁথা,
আখ্যান কাব্য, উপাখ্যান, তরুণ প্রজন্ম
যেন খুঁজে পায় তায়, কোথায়
আছে তার প্রবাদ বচন প্রচলন, কৃষাণ-কৃষাণীর –
হৃদয়ের বন্ধন ।
এলো সময়ের বিবর্তন, কাব্যকলা, চিত্রকলা, রম্যরস
হৃদয়ের পরম আকিঞ্চন । বাংলা ভাষার
আবহে আমাদের দেশপ্রেম, ভালোবাসার
সোনালি স্বপন ।