খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

বিপিএল দেখতে গিয়ে টিভি বন্ধ করেন হাথুরু, কঠিন জবাব দিলেন পাপন

ক্রীড়া প্রতিবেদক

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। জনপ্রিয় এই টুর্নামেন্টটি নিয়ে সম্প্রতি বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে একটি মন্তব্য করেছেন। যেখানে তিনি বলেছেন, বিপিএল দেখতে গেলে মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেন। এমনকি বিপিএলকে সার্কাসের সাথেও তুলনা করেছেন এই লঙ্কান কোচ। রোববার (২৫ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

হাথুরুসিংহের এমন মন্তব্যের একদিন পর সোমবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘একজন বিদেশি কোচ আমাদের ক্রিকেট বোর্ডের এমপ্লয়ি। গঠনমূলক সমালোচনা আমাদের গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গা থেকে করতে পারে। কিন্তু আমি জব করি বিসিবিতে, আবার বিদেশি কোচ। তখন বলছি যে, বিপিএলের এতো বাজে অবস্থা টিভি বন্ধ করে দিচ্ছি। এটা তার কোড অব কন্ডাক্ট বা ইথিকসে পড়ে কি না।’

বিসিবি বস বলেন, ‘আমি প্রথম কথাটা যেটা আপনাদের বলা দরকার, আমি এটা এখন পর্যন্ত দেখিনি। দ্বিতীয় কথা, একটা জিনিস স্পষ্ট, একটা টুর্নামেন্ট চলাকালে এমন কথা কারও পক্ষেই বলা সম্ভব না, পূর্ব অনুমতি ছাড়া। কোনো প্রকার ক্ষমতা ছাড়া। বিশেষ করে এই ধরণের (জায়গায়) যারা আছেন, কোচ, সিলেক্টর বা খেলোয়াড়, তাদের সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি আছে যে তারা মিডিয়াতে কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।’

পাপন আরও বলেন, ‘এখন প্রথমে আমার জানতে হবে, আপনারা যেটা বলেছেন, সেটায় আসলে কী বলেছে। সেটা যদি আমি না জানি, তাহলে সেটা নিয়ে মন্তব্য করা কঠিন। যেটা নিয়ে এখনি যাচ্ছি আবার বিসিবিতে। আমি শুধু এটাই জেনে চলে আসছিলাম। দ্বিতীয় হচ্ছে, অনুমতি নেয়া হয়েছে কিনা। আর যদি নেয়া হয়ে থাকে, তবে কেন দেয়া হলো একটা টুর্নামেন্ট চলাকালে।’

উল্লেখ্য, ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে জানান, ‘আমাদের (বাংলাদেশ) উপযুক্ত কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটি হয়তো কিছুটা অদ্ভুত শোনাবে। আমি যখনই বিপিএল দেখতে বসেছি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিয়েছি। এখানে অংশ নেয়া কিছু ক্রিকেটারের কোনো (পর্যাপ্ত) ক্লাসই নেই।’

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!