ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচ পুরোনো ইস্যু। তবে চলতি ফুটবল মৌসুমে বেটিং,স্পট ফিক্সিং ছিল নতুনত্ব। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ম্যাচ পাতানোর দায়ে আরামবাগ ক্রীড়া সংঘকে বড় শাস্তি দেওয়া হয়েছে। দলটিকে দুই মৌসুমের জন্য প্রথম বিভাগ লিগে নামিয়ে দেওয়া হয়েছে। আজ রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই সিদ্ধান্ত নিয়েছে।
অবশ্য আরামবাগ এ বছর প্রিমিয়ার লিগ থেকে এরই মধ্যে অবনমন হয়েছে। তাই তাদের খেলার কথা ছিল চ্যাম্পিয়নশিপ লিগে। এবার ঢাকার ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ লিগেও খেলতে পারছে না তারা। বাফুফের দেওয়া শাস্তির কারণে প্রথম বিভাগ লিগে অংশ নিতে হচ্ছে তাদের।
শুধু তাই নয়, ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাদের। দলটির ১৬ দেশি-বিদেশি ফুটবলারের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে বড় শাস্তি পেয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ ও ম্যানেজার জাহাঙ্গীর রুশো। এই দুজকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফে।
খুলনা গজেট/এএ