খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

বিপিএফ লীগের গোপালগঞ্জ ভেন্যুর খেলায় উত্তর বারিধারার জয়

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের গোপালগঞ্জ ভেন্যুর খেলায় উত্তর বারিধারা ক্লাব ২-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করেছে। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এ দুই দলের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে উত্তর বারিধারা ক্লাবের ফরোয়ার্ড ৭ নম্বর জার্সিধারী সুজন বিশ্বাসের শর্ট গোল পোস্টে লেগে ফিরে আসলে সতীর্থ ১১ নম্বর জার্সিধারী আরিফ হোসেন গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন।

খেলার ৬৪ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার ৯ নম্বর জার্সিধারী ইভজেনটি কোচনেভের পাস থেকে ৭ নম্বর জার্সিধারী সুজন বিশ্বাস গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন।

২ গোল হজমের পর মুক্তিযোদ্ধা সংসদ গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকেন। খেলার ৮৭ মিনিটে মুক্তিযোদ্ধার মিডফিল্ডার ৫ নম্বর জার্সিধারী গিনির ক্যামারা ইউনোসার পাস থেকে ৮ নম্বর জার্সিধারী জাপানের ফরোয়াড শোমা ওটাজ গোল করে দলের গোলের ব্যবধান কমিয়ে ২-১ করেন।

খেলার প্রথমার্ধে উভয় দলের খেলোয়ারা কিছুটা নিষ্প্রাণ ছিলো। দ্বিতীয়ার্ধের খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলেন।

এর আগে, জেলা প্রশাসক শাহিদা সুলতানা গোপালগঞ্জ ভেন্যুর খেলা উদ্বোধন করেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!