আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশের কাছ থেকে প্রতিদ্বন্দ্বিতা আশা করছে দলটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশরা জিতেছে দাপটের সাথে। ক্যারিবীয়দের মাত্র ৫৫ রানে অলআউট করে পাওয়া জয়ের পর বাংলাদেশের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ আশা করছেন জস বাটলাররা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমরা কখনও টি-টোয়েন্টিতে ওদের সঙ্গে খেলিনি। এজন্য চ্যালেঞ্জটাও বেশি থাকবে, আগেই বললাম। তবে আমরা ওয়ানডেতে ওদের সঙ্গে খেলেছি, জানি ওরা বেশ বিপদজনক দল।’
বাংলাদেশকে বিপদজনক দল ভাবা বাটলার জানালেন, এই ম্যাচে টাইগারদের কাছ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা আশা করছে তার দল। আরব আমিরাতের কন্ডিশনে এশিয়ার দলগুলোর ভালো করার সম্ভাবনা থাকে। বাংলাদেশকে তাই কোনোমতেই হালকাভাবে দেখতে চায় না ইংলিশরা।
বাটলার বলেন, ‘আমরা প্রতিপক্ষকে নিয়ে যেমন হোমওয়ার্ক করছি তেমনি নিজেদের নিয়েও কাজ করছি। অবশ্যই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা তৈরি।’
‘ঘরের মাঠে বাংলাদেশ বিশেষত ভালো দল। এই কন্ডিশনেও ওরা ভালো করবে। তাই বেশ ভালো চ্যালেঞ্জের অপেক্ষা করছি। ওরা চাপে পড়েছে বলে আমরা আত্মবিশ্বাসী- এমন নয়। আমরা কঠিন চ্যালেঞ্জ ও শক্ত প্রতিদ্বন্দ্বিতা আশা করছি।’– বলেন বাটলার।