বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (বিপিজে) খুলনা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২০-২০২১) ৯টি পদের মধ্যে ৮টি পদেই প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী থাকায় আগামী ১৭ জুলাই উক্ত পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার (১১ জুলাই) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সাহেব আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সভাপতি মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক সমকাল), সহ-সভাপতি দেবব্রত রায় (দৈনিক জন্মভূমি) ও এস এম বাহাউদ্দিন (দক্ষিণাঞ্চল প্রতিদিন ও দৈনিক নওয়াপাড়া), যুগ্ম সম্পাদক কাজী ফজলে রাব্বী শান্ত (দৈনিক জন্মভূমি) ও মো: হেলাল মোল্লা (পাঠকের পত্রিকা), কোষাধ্যক্ষ সাগর সরকার (দৈনিক তথ্য), দপ্তর ও প্রচার সম্পাদক সোহেল রানা (দৈনিক খুলনাঞ্চল) ও নির্বাহী সদস্য মাঞ্জারুল ইসলাম (বার্তা ২৪ ডট কম)।
এছাড়া সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু (দৈনিক প্রবর্তন) ও আর জি উজ্জ্বল (সময়ের খবর) পদে দুইজন প্রার্থী থাকায় ১৭ জুলাই সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উক্ত পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট /এনআইআর/এমএম