বাগেরহাটের চিতলমারীতে বেরো ধানের (হাইব্রীড) আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ ধান বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭ টি ইউনিয়নের ৬ হাজার কৃষক জন প্রতি দুই কেজি করে মোট ১২ হাজার কেজি ধান বীজ পেয়েছেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসমত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান ও সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ।
খুলনা গেজেট/ টিএ