পশ্চিমবঙ্গের ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। তিনি শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার ফ্লাইটে কলকাতা নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে বিশেষ গাড়িতে রাজারহাট নিউটাউনে অস্টিন হোটেলে উঠেন। সেখানে দিনভর তিনি নানাজনের সঙ্গে যেমন বৈঠক করবেন তেমনি তিনি পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গেও সভা করবেন।
তার গুরুত্বপূর্ণ সফর হবে শনিবার অর্থাৎ ১৯ ডিসেম্বর । ঐদিন কলকাতা থেকে তিনি যাবেন মেদিনীপুর কলেজ ময়দানে । সেখানে তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগদান করাবেন বলে রাজনৈতিক মহল মনে করছেন। ঐ জনসমাবেশে শুভেন্দু অধিকারী সহ তার অনেক বিধায়ক ও অনুগামী বিজেপিতে যোগ দেবেন বলে রাজনৈতিক মহল মনে করছে।
তবে রাজনৈতিক মহল এও মনে করছে যে, অমিত শাহর সফরকে ঘিরে কলকাতায় বড়সড় বিক্ষোভ মিছিল সংগঠিত হতে পারে। শনিবার বামপন্থী সংগঠন, মানবাধিকার সংগঠন ও এন আরসি বিরোধী সংগঠনগুলি কলকাতা মৌলালি রামলীলা পার্ক থেকে পার্কসার্কাস পর্যন্ত এক বিরাট বিক্ষোভ মিছিল করবে। এদের সঙ্গে থাকবে কৃষক সংগঠনগুলিও। এদিকে অমিত শাহর সফরকে ঘিরে কলকাতা থেকে সারা রাজ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খুলনা গেজেট/এমএম