আগামী ১০, ১১, ১২, ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জাতীয় দ্বাদশ কংগ্রেসের খসড়া দলিল উত্থাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলিল উত্থাপন করেন, দলের কেন্দ্রীয় সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ।
সভায় অধ্যাপক এম এম আকাশ বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্বি-দলীয় বলয়ের বাইরে বামভিত্তিক বলয়কে শক্তিশালী করার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আমুল পরিবর্তন করা প্রয়োজন। রাজনীতি আজ দুর্বৃত্তদের দখলে। দেশের সম্পদ লুটপাটের মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে। প্রয়োজন একটি গণজাগরণের মাধ্যমে কৃষক-শ্রমিক-ক্ষেতমজুর, গরিব মধ্যবিত্তদের ঐক্য গড়ে তুলে সিপিবি’কে শক্তিশালী করে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করে অসাম্য দূর করা। সেজন্য মুক্তিযুদ্ধের মূলনীতি সামনে রেখে জনগণকে ঐক্যবদ্ধ করার কাজে দলের নেতাকর্মীদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।
তিনি বলেন, ক্ষমতার পালাবদল হচ্ছে, কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না। বরং দিন দিন রাজনীতি দুবৃত্তায়নে গ্রাস করছে নির্বাসনে পাঠিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে শোষণ করছে। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্ষোভ প্রকাশ করে সরকারকে ঊর্ধ্বগতি রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
জেলা সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল আমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, অরুণা চৌধুরী, খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, অ্যাড. চিত্তরঞ্জন গোলদার, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, নিতাই গাইন, সমীরণ গোলদার, কিশোর রায়, অশোক সরকার, রসু আক্তার, অ্যাড. নিত্যানন্দ ঢালী, নিতাই পাল, ইঞ্জিঃ সুখেন রায়, গৌর পাল, মোস্তাফিজুর রহমান রাসেল, শ্যামল রায়, অ্যাড. সুব্রত কু-ু, রঙ্গলাল মৃধা, আব্দুল হালিম, তোফাজ্জেল হোসেন, জাহানারা আক্তারী, শাহিনা আক্তার, হুমায়ুন কবির, নীরজ রায়, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সৌরভ সমাদ্দার, কৃষ্ণেন্দু বাছাড়, হুজাইফা আল আমিন প্রমুখ।