খুলনা, বাংলাদেশ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত অন্তত ৩
  জামায়া‌তে ইসলামী হিন্দু‌দের ম‌ন্দির- প্রতিমা ভাংচুর ক‌রে না, আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলক এই অপকর্ম ক‌রে : গোলাম পরওয়ার
  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  স্টেশনে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের বার্তা : তদন্তে রেলের উর্ধ্বতন কর্মকর্তারা খুলনায়

বিদেশে চিকিৎসা বাবদ বছরে ৫ বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশিরা: গভর্নর

গেজেট ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য বছরে পাঁচ বিলিয়ন ডলারের বেশি খরচ করেন। উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে বাংলাদেশিদের প্রাথমিক গন্তব্য ভারত ও থাইল্যান্ড।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত’ ক্রস বর্ডার ডাটা ফ্লো: এ বাংলাদেশ পারসপেক্টিভ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। আজ রোববার রাজধানীর আমারি ঢাকায় এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এই খরচের একটি বড় অংশ অনানুষ্ঠানিকভাবে হয়। এতে দেশের ব্যালেন্স অব পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের ওপর উপর যথেষ্ট চাপ তৈরি হয়। এ সমস্যা সমাধানের জন্য, তিনি ডেটা প্রক্রিয়াকরণের জন্য একটি আইনি কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!