দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের রাজত্বে ডারবান টেস্ট হেরেছে বাংলাদেশ। বল হাতে মহারাজ এতটাই কার্যকরী ছিলেন যে, বাংলাদেশের মত স্পিনে অভ্যস্ত দলও গুটিয়ে যায় মাত্র ৫৩ রানে।
প্রোটিয়া স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের ব্যাটাররা।
বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তিনি মনে করেন, বিদেশের মাটিতে স্পিনারদের বিপক্ষে এমন অসহায় আত্মসমর্পণ বড় ধরনের অপরাধ।
ডারবান টেস্ট শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে মুমিনুল বলেন, ‘আমার মনে হয় বিদেশে এসে স্পিনারদের উইকেট দেওয়া বিরাট বড় ক্রাইম। বিদেশে এসে আপনি স্পিনারদের উইকেট দিতে পারবেন না। এই কারণে দায়টা আমারই বেশি। বিদেশে এসে স্পিনারদের কোনোভাবেই উইকেট দেওয়া যাবে না। অবশ্যই এটা ব্যটিং ব্যর্থতা ছাড়া আর কিছুই না।’
মুমিনুল অধিনায়ক হিসেবে হারের সব দায়ই নিজের কাঁধে নিয়েছেন। তবে তাতে আড়াল হচ্ছে না টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা। টস জিতে প্রথমে বোলিং বেছে নেওয়া কিংবা একাদশে মাত্র এক স্পিনার রাখার মত অনেক সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে ওঠে বাংলাদেশের জন্য।
তবে এই ম্যাচ হেরে গেলেও পরের ম্যাচে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মুমিনুল। তিনি জানালেন, বিদেশের মাটিতে যেকোনো ম্যাচেই এখন জেতার জন্য মাঠে নামে দল।
মুমিনুল বলেন, ‘একটা সময় তো পরিবর্তন হতেই হবে। কারও না কারও হাত তুলতেই হতো। বিদেশে গিয়ে আমরা জিতব এটার ব্যাপারে আমরা এখন সিরিয়াস। এটা অবশ্যই পজিটিভ সাইন।’