খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হত্যা মামলায় সালমান এফ রহমান ফের ৩ দিনের রিমান্ডে
  মারধর ও হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা
  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবেনা : কৃষিমন্ত্রী

গেজেট ডেস্ক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিদেশি কোনো শক্তি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইলে তা কোনোক্রমেই আমরা মেনে নেব না। তবে নির্বাচন আরও সুষ্ঠু ও সুন্দর করার বিষয়ে তারা গঠনমূলক পরামর্শ দিলে তা বিবেচনায় নেওয়া হবে।

শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সদরে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ ক্যাম্পের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই। একসময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে করা ভোটার তালিকায় ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। এরপরও বিএনপি বিদেশিদের কাছে বারবার ধরনা দিচ্ছে, তাঁদের হাতে-পায়ে ধরছে। বিদেশিদের কাছে কাকুতি-মিনতি করে বিএনপি সফল হবে না। বিএনপির একটি অংশ আগামী নির্বাচনে অংশ নিতে পারে দাবি করে মো. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

দেশে অনেক দল রয়েছে, তারা নির্বাচনে আসবে। কোনো ধর্মভিত্তিক দলের সঙ্গে আওয়ামী লীগ জোট গঠন করবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, চাইলে ধর্মভিত্তিক দলগুলো আওয়ামী লীগের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে পারবে, যোগ দিতে পারবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!