খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

`বিদেশি বলেই সাকিবকে অধিনায়ক করা হয়নি’

ক্রীড়া প্রতিবেদক

চোটের কারণে আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ক শ্রেয়াস আয়ার। তার অনুপস্থিতিতে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সবাইকে চমকে দিয়ে কেকেআরের দায়িত্ব দেওয়া হয় নীতিশ রানাকে। সাকিবকে নেতৃত্বভার না দেওয়ায় বেশ অবাক হয়েছেন সাবেক অজি ক্রিকেটার ও কোচ টম মুডি। তার মতে, বিদেশি বলেই সাকিবকে অধিনায়ক করা হয়নি।

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বলে উল্লেখ করেছেন মুডি। সাকিবের এই সাবেক গুরুর মতে, ফ্র্যাঞ্চাইজি দলগুলো বিদেশি হিসেবে গণ্য করায় তাকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি।

অস্ট্রেলিয়ার এই সাবেক ব্যাটার বলছেন, ‘সাকিব একজন দক্ষ ব্যাটার। ওর আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। শুধু কী বিদেশি বলেই ওকে দায়িত্ব দেওয়া হলো না? সাকিব এমন একজন ক্রিকেটার, যার ওপর ভরসা রাখা যায়। দল নির্ভর করতে পারে।’

সাকিবকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ব্যবহার করার পরামর্শ দিয়ে কেকেআরের উদ্দেশ্যে মুডি বলেন, ‘সাকিবকে সব সময়ই অতিরিক্ত বিদেশি হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন খেলেছে, তখনও ওকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি। ওকে চার নম্বরে খেলালে খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারবে। সাকিবকে বলা উচিত, তুমি মূলত ব্যাটার হিসাবে খেলো। প্রয়োজন হলে বল করবে। কেকেআরে যথেষ্ট স্পিনার রয়েছে। এক্ষেত্রে বোলার সাকিব বাড়তি সুবিধা দেবে ওদের।’

একইসঙ্গে সুনীল নারাইনকে ওপেনার হিসেবে নামানোর বিপক্ষে মুডি। তার মতে, আন্দ্রে রাসেল ও নারাইনকে এত প্রাধান্য দেওয়া উচিত নয়, ‘মনে হয় না নারাইন এবারও ওপেন করবে। ওটা একটা পরীক্ষা ছিল। আইপিএলের একাধিক দল এবং বিশ্বের অন্যত্রও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওকে আটকানোর উপায় বের করে ফেলেছে। নারাইন সাত বা আট নম্বরে বেশি কার্যকর হতে পারে। এবার সব দলের মধ্যে কেকেআরের সমস্যাই সবচেয়ে বড়। শ্রেয়াসের চোট সত্যিই বড় সমস্যা। ওর অনুপস্থিতি দলের ভারসাম্য নষ্ট করবে। তবে বিকল্প ভারসাম্য তৈরির করার মতো ক্রিকেটার রয়েছে কলকাতার। রাসেল এবং নারাইনকে ওরা সবসময় প্রথম একাদশে রাখে। মাথায় রাখা উচিত এখন ওরা প্রতিযোগিতার তরুণ ক্রিকেটারদের মধ্যে পড়ে না।’

প্রসঙ্গত, এর আগে টম মুডি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের কোচ ছিলেন। সে সময় তার অধীনে খেলেছেন সাকিব। অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকেও কাছ থেকে দেখার। শুরু থেকেই ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে ‍যুক্ত মুডি কিংস ইলেভেন পাঞ্জাবকেও কোচিং করিয়েছিলেন।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!