খুলনা, বাংলাদেশ | ২০ আষাঢ়, ১৪৩১ | ৪ জুলাই, ২০২৪

Breaking News

  কোটা আন্দোলন: শনিবার সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রোববার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

বিতর্ক, ছাড়পত্র পেল না ‘৭২ হুরেঁ’ ছবির ট্রেলার

বিনোদন ডেস্ক

গত বছর ‘দ্য কাশ্মির ফাইলস’। চলতি বছরে ‘দ্য কেরালা স্টোরি’। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক ও সমালোচনার রেশ এখনো কাটেনি। তার মধ্যেই প্রকাশ্যে এলো আরেকটি বিতর্কিত ছবির ট্রেলার।

পরিচালক সঞ্জয়পূরণ সিংহ চৌহানের ‘৭২ হুরেঁ’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এবার ছবির ট্রেলারকে ছাড়পত্র দেওয়া নিয়ে সেন্সর বোর্ড ও ছবির নির্মাতাদের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব।

সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলা সত্ত্বেও বুধবার (২৮ জুন) ইউটিউবে দেখা গেছে ছবির ট্রেলার। তবে সেন্সর বোর্ড ছাড়পত্র না দেওয়া পর্যন্ত কোনো প্রেক্ষাগৃহে দেখানো যাবে না সেই ট্রেলার। তা নিয়ে সম্প্রতি মুখ খোলেন ছবির প্রযোজক অশোক পণ্ডিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দাবি, সেন্সরবোর্ড ‘৭২ হুরেঁ’ ছবিটিকে ছাড়পত্র দিলেও ট্রেলারকে ছাড়পত্র দিতে নারাজ। বোর্ডের এ সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, ‘৭২ হুরেঁ’-র মতো ছবির ওপর যেকোনো প্রকার নিষেধাজ্ঞা জারি করার অর্থ শিল্পীদের স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার খর্ব করা।

এদিকে প্রকাশ্যে আসা ’৭২ হুরেঁ’ ছবির প্রথম ঝলকে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কসভ, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ় সইদের মতো সন্ত্রাসবাদীদের নাম। সাধারণ মানুষের মনকে বিষিয়ে দেওয়ার মধ্য দিয়ে ধ্বংসের পথ প্রশস্ত করেন সন্ত্রাসবাদীরা, দাবি করা হয়েছে ট্রেলারে।

প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। ইসলাম ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করার অভিযোগও ওঠে নানা মহলে। তারপরই ২৭ জুন ছবির ট্রেলারকে ছাড়পত্র দিতে অস্বীকার করে সেন্সর বোর্ড। তাতে অবশ্য আটকানো যায়নি নির্মাতাদের। নির্দিষ্ট দিনে ইউটিউবে দেখা গেছে ছবির ট্রেলার। ট্রেলারে সেন্সর বোর্ডের ছাড়পত্র না পেলেও নিজেদের ছবি নিয়ে আত্মবিশ্বাসী প্রযোজক অশোক পণ্ডিত। তার দাবি, আগামী ৭ জুলাই, নির্ধারিত দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘৭২ হুরেঁ’।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!