খুলনা, বাংলাদেশ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ
  আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ: চিফ প্রসিকিউটর

বিটিআরসি’র নতুন লাইসেন্সিং নীতিমালা নিয়ে খুলনায় আলোচনা সভা, ৮ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

বিটিআরসি’র নতুন লাইসেন্সিং নীতিমালা নিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর খুলনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকালে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই সভায় নতুন লাইসেন্সিং কাঠামোতে ক্ষুদ্র উদ্যোক্তা ও দেশীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষিত করার জন্য ৮ দফা দাবি জানানো হয়।

সভায় জানানো হয়, খুলনাসহ বিভাগের দশ জেলায় স্থানীয় পর্যায়ে ১২৫টি ও জাতীয় পর্যায়ের আরও প্রায় ৩০টি ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান রয়েছে। যারা প্রায় ২ লাখ গ্রাহককে ইন্টারনেট সার্ভিস প্রদান করে আসছে। নতুন করে বিটিআরসি যে নীতিমালা করতে যাচ্ছে তাতে তাদের দাবি অন্তর্ভুক্ত করা না হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে। সভায় বক্তারা বিদ্যমান চার স্তর বিশিষ্ট লাইসেন্সিং কাঠামো (জাতীয়, বিভাগীয়, জেলা, থানা) বজায় রাখা এবং সরাসরি লাইসেন্সিং প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তৃতা করেন আইএসপিএবি’র পরিচালক সাব্বির আহমেদ, আইএসপিএবি’র খুলনা বিভাগের আহ্বায়ক মওদুদ আহমেদ, ফেরদৌস তুষার, আজিজ উদ্দিন, শরীফ আজিবুর রহমান, মো. তহিদুল ইসলাম, খুরশিদ আলম প্রমুখ।

সভায় ৮ দফা দাবি জানানো হয়। দাবির মধ্যে রয়েছে বিদ্যমান লাইসেন্সিং কাঠামো বজায় রাখা এবং নতুন করে কোনো তালিকাভুক্তির প্রক্রিয়া চালু না করা। বিদ্যমান লাইসেন্সধারীদের সহজ উপায়ে লাইসেন্স আপগ্রেড বা ডাউন গ্রেড করার সুযোগ দেওয়া। ফিক্সড ব্রডব্যান্ড টেলিকম সেবা প্রদানকারীদের স্বয়ংক্রিয়ভাবে আইপিটিএসপি (ইন্টারনেট প্রটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার) লাইসেন্স প্রদান করা।

এফটিএসপি-দের (ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার) একচেটিয়া অধিকার প্রদান, যাতে তারা তারযুক্ত (ফাইবার ক্যাবল) ও ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে সংযোগ প্রদান করতে পারে। এনটিটিএন (নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) অপারেটরদের শুধুমাত্র এফটিএসপি-এর পয়েন্ট অব প্রেজেন্স এবং বিটিএস-এ সংযোগ সরবরাহের জন্য সীমাবদ্ধ রাখা। এফটিএসপি-দের ব্যান্ডউইডথ ও একটিভ ডিভাইস শেয়ার করার অনুমতি প্রদান, যাতে নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধি পায় এবং রাস্তায় তারের জঞ্জাল কমে। ফিক্সড টেলিকম অপারেটরদের আইপিটিভি, ওটিটি ও আইপিভিত্তিক অন্যান্য সেবা চালু করার অনুমতি দেওয়া। নীতি সহায়তা প্রদান যাতে কোয়ালিটি অব সার্ভিস বৃদ্ধি করতে পারে।

সভায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করা হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!