জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার ব্যবস্থাপনায় নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। মঙ্গলবার রাত সাতটায় অনলাইনে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের সাধারন সম্পাদক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ভার্চু্য়াল মাধ্যমে আয়োজনে যুক্ত হন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।
এই উপলক্ষে নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফি বিন মোর্তজা, জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা আ’লীগের সভাপতি এড. সুবাস বোস, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শিকদার রুনু, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বিদ্যুত বিহারী নাথ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ সভাপতি শামীমুল ইসলাম টুলুসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, আমাদের ক্রিকেটের আইকন, নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মোর্তজার উদ্যোগে, মহান বিজয়ের মাসে নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। করোনার এই সময়ে নড়াইলের কৃতি সন্তান, সুযোগ্য সন্তান আমাদের মাশরাফি বিন মোর্তজা যে আয়োজনটি করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। সুনামির মত মাদক ছড়িয়ে পড়েছে সারা বাংলায়, এই অভিশপ্ত মাদক থেকে তরুন সমাজকে রক্ষা করতে, সাইবার অপরাধ থেকে আমাদের তরুণ সমাজকে সুরক্ষা করতে, আজকে খেলাধুলা তথা ক্রীড়া চর্চার বিকল্প নেই। এই মহতী কর্মকান্ডে যুক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে লীগ ভিত্তিক এই খেলা শুরু হবে। প্রতিদিন সকাল ১০ টায় খেলা অনুষ্ঠিত হবে। দর্শকদের মাঠে প্রবেশ করতে হলে করোনা সতর্কতায় মাস্ক পরিধান করতে হবে। মোট ৫ টি দল যথাক্রমে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ একাদশ, এস, এম সুলতান একাদশ, বিজয় সরকার একাদশ, মোসলেম উদ্দিন একাদশ ও মাশরাফির নড়াইল এক্সপ্রেস একাদশ খেলায় প্রতিদদ্বিতা করবে। উদ্বোধনী খেলায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একাদশ ও চারণ কবি বিজয় সরকার মুখোমুখি হবে। আগামী ১২ জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিজয়ী দল পাবেন ৩ লক্ষ টাকা এবং রানার্সআপ দল পাবেন দুই লক্ষ টাকা। খেলায় স্পন্সর করেছে ওয়ালটন ও মিনা বাজার।
খুলনা গেজেট/এনএম