খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

বিজেপিতে যোগ দিয়েই অমিত শাহের সঙ্গে বৈঠক যশের

বিনোদন ডেস্ক

বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিতে যোগ দিয়ে বঙ্গ রাজনীতিতে নজর কেড়েছেন টলিউড হিরো যশ দাশগুপ্ত। পদ্ম শিবিরে যোগদানের পরই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সারলেন ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত অভিনেতা। শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে অমিত শাহের সঙ্গে দেখা করলেন যশ। দু’জনের মধ্যে বৈঠকও হয়। তবে, শাহের সঙ্গে যশের ঠিক কী কথা হয়েছে তা এখনও জানা যায়নি। বিজেপিতে যোগদানের পরই শাহের সঙ্গে যশের বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বিজেপিতে যোগ দিয়ে যশ বলেছিলেন, ‘সকলকে ধন্যবাদ। এই সিদ্ধান্ত হুট করে নিইনি। আমার মেন ফোকাস যুব সমাজ। বিজেপি এমন একটা দল, যারা যুব সমাজের উপর ভরসা রেখেছে…।’ মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে যশ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করি। আমি ওঁর কাছে আশীর্বাদ চাই। আমার প্রণাম নেবেন।’

টলিউডের এই মুহূর্তের প্রথম সারির নায়কদের মধ্যে অন্যতম যশ। সম্প্রতি, টলি নায়িকা তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের সঙ্গে যশের প্রেম নিয়েও জোর গুঞ্জন টলিপাড়ায়। এমন প্রেক্ষাপটে যশের বিজেপিতে যোগদান নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

নুসরত প্রসঙ্গে যশ বলেছিলেন, ‘আমরা দু’জনই বন্ধু। এটা আলাদা প্ল্যাটফর্ম। ও ওঁর দলের সঙ্গে রয়েছে। আমি আমার দলের সঙ্গে রয়েছি। এতে বন্ধুত্ব নষ্ট হবে না।’

এক সাক্ষাৎকারে যশ বলেছেন, ‘আমি পার্টটাইম রাজনীতি করতে আসিনি। সময় দিতে চাই। একদম শিকড়ে পৌঁছে মানুষের জন্য কাজ করতে চাই। চারপাশে যে সব উদাহরণ চোখে পড়ে, তার চেয়ে অন্যরকম উদাহরণ তৈরি করতে চাই। আমাকে বিজেপি থেকে বলা হয়েছে, একটা পদ দিয়ে, তারপর হাত বেঁধে রাখা হবে না। আমি যে কাজগুলো করতে চাই, করতে দেওয়া হবে। সে কারণেই এই দলে এলাম। যদিও মুখ্যমন্ত্রীকে আমি শ্রদ্ধা করি।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!