ওপার বাংলার বিধানসভা নির্বাচনের আগে দল পাল্টানোর হিড়িক পড়লেও ক্রমেই উল্টো চিত্র সামনে আসছে। অনেক হেভিওয়েট নেতার পাশাপাশি সাধারণ কর্মীরাও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন। এবার আরামবাগের বিজেপি শিবিরে বড় ভাঙন দেখা গেল। পদ্মশিবিরে যোগের প্রায়শ্চিত্ত হিসেবে মাথা মুড়ে সাংসদ অপরূপা পোদ্দারের হাত ধরে তৃণমূলে ফিরলেন প্রায় ৫০০ কর্মী।
একুশের নির্বাচনের আগে তৃণমূল ত্যাগের হিড়িক পড়ে গিয়েছিল নেতা-কর্মীদের মধ্যে। বিভিন্ন এলাকা থেকে বহু কর্মী শিবির বদলে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু কয়েকমাসের মধ্যেই তাদের মোহ ভেঙেছে। দল পাল্টানো বহু নেতা-কর্মীই ধীরে ধীরে ফিরছেন নিজেদের পুরনো দল তৃণমূলে।
জানা গেছে, বিজেপিতে গিয়ে ভুল করেছিলেন, তার প্রায়শ্চিত্ত স্বরূপ মাথা মুড়েছেন ওই কর্মীরা। ফিরে এসেছেন তৃণমূলে। এ বিষয়ে সাংসদ অপরূপা পোদ্দার বলেন, ‘ভোটের আগে কর্মীদের ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন প্রত্যেকে ভুল বুঝতে পারছেন তাই ফিরে আসছেন। আর প্রত্যেকে স্বেচ্ছায় প্রায়শ্চিত্ত করার জন্য নেড়া হয়েছেন।’ যদিও এ ঘটনায় এখনো তৃণমূল ও বিজেপির হাইকমান্ড থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খুলনা গেজেট/কেএম