আমাকে কেউ ডাকবে না,
আর ঘুম ভাঙাবে না।
নড়াচড়া দিয়ে জাগাবে না।
ঘুমিয়ে আছে প্রেম,
শান্তির নিবাস মহাজগতে।
ইচ্ছা অনিচ্ছার জায়গা নেই,
দিকবদলে পুরানো বাঁকগুলো ভিন্ন স্বাদে ভরপুর।
আকস্মিক পালাবদল কুরে কুরে খেয়েছে সবকিছু।
মোটেও অবশিষ্ট নেই।
জমানো যা ছিল হয়ে গেছে শেষ।
পথে পথে হাঁটছি,
রঙ তামাশা দেখছি।
কাঁদতে কাঁদতে আমি খরতাপের আগুনে পুড়ছি।
মাটি ফেটে চৌচির,
বুকটা ঝাঁজরা।
ভালোবাসার মিষ্টি অভিঘাতে ক্ষতবিক্ষত জর্জরিত।
কেউ ছুঁয়েও দেখবে না আঁচড় লাগা ভালোবাসা।
ইচ্ছে ঝুলি পালাবদলের ঝড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়েছে।
স্মৃতির ছবি ছিঁড়ে গেছে।
নিখুঁত প্রেম অন্তরের ভালোবাসা আবেগের জন্ম।
সীমা পরিসীমা দৃষ্টিভঙ্গি মধুময় শান্তিময় ক্ষণিক।
চোখ বন্ধে আনন্দ নির্যাস মুহূর্তে স্বপ্নের ভেলা।
স্বপ্নের ভেলায় চড়ে ভেসে বেড়ানো দারুণ স্বস্তি।
পরক্ষণেই ঘুরে দাঁড়িয়ে,
অদ্ভুত আচরণে বিচিত্র রূপ।
স্বভাবসিদ্ধ বিরক্তিকর প্রতিবন্ধকতায় বিভ্রান্তির বিষ।
ক্লান্তিকর চর্বিতচর্বণ মনোগ্রাহীতা সুখে চপোটাঘাত।
নিদারুণ দুঃখ কষ্ট।
অভিঘাতে দীর্ণ গর্জে ওঠা মুমূর্ষ প্রেম।
ঘুমন্ত সিংহের নিঃশ্বাসে হাপাচ্ছে প্রেম।
কেউ ছুঁয়ো না।
ছুঁতে চেয়ে প্রেম ভালোবাসাকে অপদস্ত করো না।
প্রশ্নবিদ্ধ সর্বাঙ্গের রূপ।
দারুণ সৌন্দর্যের ছন্দ হিল্লোলে ভাবলেশহীন নিথর।
নির্মম কৌশলে পরাস্ত করা ভালোবাসার প্রেম বন্দি।
দুরত্ব হয়েছে দুস্তর।
চরম দুর্ভিক্ষে প্রেম ভালোবাসা।
থমকে যায় বিচিত্র চিন্তাভাবনা।
খুলনা গেজেট / এমএম