খুলনা, বাংলাদেশ | ২৪ মাঘ, ১৪৩১ | ৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার
  ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতিতে কারণেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে, দাবি পররাষ্ট্র উপদেষ্টার

বিচার বিভাগের ৩৮৮ কর্মকর্তার বদলি, ৬৫ জনের পদোন্নতি

গে‌জেট ডেস্ক

বিচার বিভাগের ৩৮৮ জন কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এছাড়া ৬৫ জন সহকারী জেলা জজকে যুগ্ম জেলা পদে পদোন্নতি দিয়েছে সরকার। অন্যদিকে ৯৭ জনকে শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন ও বিচার বিভাগ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পাঁচটি প্রজ্ঞাপনে এসব বদলি, পদোন্নতি ও নিয়োগ দিয়েছে।

এর মধ্যে সহকারী জজ ও সমপর্যায়ের ৩৩৩ কর্মকর্তা এবং ৪৮ জন যুগ্ম জেলা জজকে বদলি করা হয়েছে।

আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার হিসেবে পদায়নের জন্য সাত জন যুগ্ম জেলা জজকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

সহকারী জেলা জজ ও সমপর্যায়ের ৬৫ জন কর্মকর্তাকে যুগ্ম জেলা পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া মেধাক্রম অনুযায়ী শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন ৯৭ জন প্রার্থী। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ২ মার্চের সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!