খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

বিচার বন্ধের জন্য সংসদে আইন পাশ করেছিল বিএনপি : সেখ জুয়েল

গেজেট ডেস্ক

১৫ আগস্ট হত্যাকান্ডের মাষ্টার মাইন্ড জিয়াউর রহমানের মরনোত্তর বিচার, ৭৫ এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকান্ডের  পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে খুলনা যুবলীগ। এ দাবিতে সংগঠনটির নগর কমিটি মানববন্ধন ও  প্রধানমন্ত্রী বরাবর খুলনা বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

বৃহষ্পতিবার (০৩  আগস্ট) বেলা ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি।

তিনি বলেন, বিএনপি মানবাধিকারের কথা বলে, কিন্তু ওরাই ১৫ আগষ্টের হত্যাকারীদের বাঁচাতে সংসদে ইনডেনমেন্টি আইন পাশ করে। তিনি বলেন, ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার পিতা বঙ্গবন্ধুর ভাই শহীদ শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ সকলকে নির্মম ভাবে হত্যা করা হয়। জিয়াউর রহমান সেই হত্যাকারীদের পুরষ্কৃতক করে বিদেশী বিভিন্ন দূতাবাসে চাকরি দেন। বিচার বন্ধের জন্য সংসদে আইন পাশ করেছিলেন। তিনি দাবী জানান অবিলম্বে এই পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, আব্দুল কাদের শেখ,  এ্যাডঃ আল আমীন উকিল, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মোস্তফা শিকদার,  মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, রাশেদুল ইসলাম রাশেদ, আব্দুল্লাহ আল মামুন মিলন,  ইলিয়াস হোসেন লাবুসহ থানা, নগর ও  ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ একই দাবিতে নগরীর বয়রায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের নিকট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর  স্মারকলিপি প্রদান করেন। – খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!