খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

বিচারপতি শাহাবুদ্দিন আমাকে জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠনের প্রস্তাব দেন : প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এরশাদের পতনের পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। তিনি (শাহাবুদ্দিন) আমাকে তখন জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠনের প্রস্তাব দেন। আমাকে তিনি এটাও বললেন যে, আপনাকে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি সমর্থন দেবে। আপনিই হবেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আমি ওনাকে বিনয়ের সঙ্গে বলেছি, আমি এভাবে সরকার গঠন করতে চাই না।

আজ বুধবার (১৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানই প্রথম মানুষের ভোটের অধিকার কেড়ে নেন। বিচার চাওয়ার অধিকারও কারও ছিল না। আজকে যখন আমার কাছে কেউ কারও হত্যার বিচার চায়, তখন আমি ভাবি- আমার তো একুশ বছর বিচার চাওয়ার অধিকার ছিল না।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা আমার পিতা ও পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে, তারা নিয়মিত আমাদের বাসায় যাতায়াত করতো। মীরজাফরের যে পরিণতি হয়েছিল, খন্দকার মোশতাকেরও একই পরিণতি হয়েছে।

আলেচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!