জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে যথাক্রমে ৯ এবং ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২ আগস্ট) বিকালে দুর্নীতির মামলার রায় ঘোষণার পরে উত্তাল হয়ে ওঠে নয়াপল্টন। রায়ের আগেই বিএনপির দলীয় কার্যালয়, ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড়ে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। রায়ের পর তারা ‘মিথ্যা মামলা, মিথ্যা রায়; মানিনা মানবো না’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রায়ের প্রতিক্রিয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ প্রদর্শন করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিক্ষোভে যোগ দিয়েছেন।
বিক্ষোভ কর্মসূচি থেকে তারেক ও জুবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া রায়কে সরকারের ক্ষোভের প্রতিফলন বলে আখ্যঅয়িত করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, ‘এই রায় জনগণ মেনে নেবে না। জনগণ রাজপথে নেমে এসেছে। এই রায় অবৈধ ও সরকারের ক্ষোভের প্রতিফলন।’
এছাড়া আদালত প্রাঙ্গণে মুখোমুখি অবস্থানে আছেন আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীরা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে অবস্থান নিয়ে দু’পক্ষই বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ প্রতিক্রিয়ায় তারেক ও জুবাইদা রহমানের আইনজীবী তাদের মক্কেলরা যথাযথ বিচার পানি বলে দাবি করেন। পাশাপাশি তারা সরকারের জিঘাংসার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
খুলনা গেজেট/এমএম